কক্সবাজার থেকে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়ায়দুল কাদের জানিয়েছেন, তিন পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে ৬৯৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৩ অক্টোবর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি সেতু উদ্বোধন শেষে ইনানী সমুদ্র সৈকতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির সীমন্ত ঘেঁষে তিন হাজার ৩০২ কোটি টাকা ব্যয়ে ৬৯৫ কিলোমিটার দীর্ঘ এ আগামী ১২ বছরের মধ্যে নির্মাণ করা হবে।
এছাড়া বছর দু’য়েকের মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ প্রকল্পের নির্মাণ কাজও শেষ হবে বলে জানান ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ