ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের হিসাব নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আয়মনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ ব্যক্তি আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার জয়েনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। আয়মনা ওই গ্রামের কুড়ান মণ্ডলের স্ত্রী।

আহতরা হলেন, নিহত আয়মনার ছেলে ওয়াজ করনী, আলী হাসানের ছেলে আব্দুল মমিন, আলী হাসান, খইমুদ্দিনের ছেলে মোন্নাফ আলী, আলী হাসানের স্ত্রী মনোয়ারা ও হাসান আলীর স্ত্রী ফাতেমা।

স্থানীয়রা জানায়, জয়েনপুর গ্রামের কুড়ান মণ্ডলের ছেলে ওয়ায়েজ করনী স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার ছিলেন। বৃহস্পতিবার রাতে গ্রামের মাতব্বর হযরত আলী, তার ভাই আবুল কাশেম ও শামছুলসহ বেশ কয়েকজন ওয়ায়েজ করনীর কাছে থাকা মসজিদের সাড়ে ৯ হাজার টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেয়।

শুক্রবার জুমার নামাজের পরে হিসাব দেয়ার কথা বললেও হযরত আলী গং তাৎক্ষণিক হিসাব দিতে বলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আয়মনাসহ অন্তত ৫ জন আহত হয়। পরে শুক্রবার ভোরে নিজ বাড়িতে ওই বৃদ্ধা মারা যান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়না তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।