ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ ও শিখা চিরন্তনে শনিবার (২৪ অক্টোবর) শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ কেন্দ্রিয় কমিটি নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফোরামের নেতাকর্মীরা সকাল সাড়ে ৭টায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের শ্রদ্ধা, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করবেন। এরপর তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত ৪র্থ জাতীয় সম্মেলনের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান এই জাতীয় সংগঠনের নতুন কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
বিএস