বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিংড়া খালাস গ্রামে মৎস্যচাষী আব্দুল মজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, নিজের পুঁজি ও ঋণের টাকায় একটি পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। এরমধ্যে ছিল রুই, কাতলা, সিলভার কার্প, ব্রিগেড, শিং ও টেংরা অন্যতম।
বৃহস্পতিবার (২২অক্টোবর) গভীর রাতে মাছ ভর্তি এই পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল পুকুরে এসে দেখেন সব মাছ পানির ওপর ভাসছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি ক্ষতিগ্রস্ত চাষী আব্দুল মজিদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী এ ব্যাপারে সহযোগিতা চাইলে তাকে সাধ্যানুযায়ী সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমবিএইচ/বিএস