ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার: কক্সবাজারের ঈদগড় থেকে এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালা কালভার্ট এলাকা থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ইউপি সদস্য আবু তৈয়ব, তার ছেলে আবু বক্কর ও শাহ আলম।

ঈদগড় পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইউসুফ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফিরছিলেন সাবেক ইউপি সদস্যসহ ৩ জন। কিন্তু অ্যাম্বুলেন্সটি কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পথরোধ করে ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স চালক ও রোগীকে রেখে যান।

তিনি আরো জানান, কি কারণে অপহরণ করা হয়েছে কিংবা কারা অপহরণ করেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাদের উদ্ধারে অভিযান চলছে।

তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়ের অপহৃতদের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, সন্ত্রাসীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।