বগুড়া: শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও বিপিএল আয়োজনের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মোঘলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির সাবেক সদস্য ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহীম বগরা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাব্বী রাশেদ রেজভি মিঠু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সহ-সভাপতি আবুল কাসেম আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মহররম আলী প্রমূখ।
মানববন্ধনে বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম রুমন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলার ক্রিকেটারসহ বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমবিএইচ/আরএইচ