ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার সৈয়দ মহসিন আলীর চেহলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
শনিবার সৈয়দ মহসিন আলীর চেহলাম

মৌলভীবাজার: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম শনিবার অনুষ্ঠিত হবে। রেওয়াজ অনুযায়ী মৃত্যুর ৪০দিনের মধ্যে চেহলাম সম্পন্ন করার নিয়ম অনুসারেই দিনক্ষণ ধার্য করা হয়েছে।



শুক্রবার (২৩ অক্টোবর) সকালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ছোট মেয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

চেহলাম অনুষ্ঠানকে সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতিমধ্যেই পারিবারিক ও দলীয় উদ্যোগ সম্পন্ন করা  হয়েছে।

চেহলামে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তিনি আরো জানান, দেশে বিদেশে অবস্থানরত মন্ত্রীর অনুরাগী এবং রাজনৈতিক সতীর্থ মহল চেহলাম উপলক্ষে ৪০টি গরু জবাই করবে।

মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মোস্তাক আলী বাংলানিউজকে জানান, স্বেচ্ছায় যারা শরিক হতে চাচ্ছেন তাদেরকে বারণ করাও মুশকিল। অবস্থা বিবেচনায় চেহলাম উপলক্ষে আয়োজিত শিরণি বৃহত্তর পরিসরে গণভোজের রূপ নিতে পারে।
 
তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। চেহলাম অনুষ্ঠানের জন্য মন্ত্রীর বাড়ির ভেতর, সম্মুখ এবং লাগোয়া মিনিবাস টার্মিনালে প্যান্ডেল তৈরির করা হয়েছে।
 
মন্ত্রী পরিবারের পক্ষ থেকে সিলেট বিভাগের চার জেলার বর্তমান ও সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদেরকে দাওয়াত করা হয়েছে। দলীয়ভাবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দলীয় ইউনিটগুলোকে বলা হয়েছে। চেহলামে শরীক থাকার জন্য প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে সব কেবিনেট মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।