ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আশুলিয়ায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী সুলতানা কামাল মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০১৫। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দু’শ প্রতিযোগী এ দৌড়ে অংশগ্রহণ করেন।



শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আশুলিয়ার নিরিবিলি থেকে নলাম ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসার সদস্য আল কায়েস। রানার‍আপ হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র হকি খেলোয়াড় আশরাফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান (ঢাকা-১৯) সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।