ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আওলাদ হোসেনকে স্মরণ

ছেলে-মেয়েকে ২ লাখ টাকার চেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ছেলে-মেয়েকে ২ লাখ টাকার চেক

ঢাকা: প্রয়াত সাংবাদিক আওলাদ হোসেনের পরিবারকে দুই লাখ টাকার চেক দিয়ে শুরু হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গ্রুপ বীমার কার্যক্রম। চুক্তি শেষের পর এই প্রথম কোনো সদস্য বীমার টাকা পেতে চলেছেন।



আওলাদ হোসেনের ছেলে শাহবাজ হোসেন ও মেয়ে অপরাজিতা হোসেন মীমের হাতে চেকটি তুলে দেন সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা হামিদ ও সংগঠনের নেতারা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাগর-রুনি মিলনায়তনে আওলাদ হোসেন স্মরণে সভার আয়োজন করে ডিআরইউ।

সুনাম কুড়ানো এ সাংবাদিক মাত্র ৪৯ বছর বয়সে গত ০১ অক্টোবর মাঝরাতে হঠাৎ ব্রেনস্ট্রোকে চিরবিদায় নেন।

শুক্রবারের এ স্মরণসভায় ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র একাংশের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, রাজু আহমেদ, ইনকিলাব’র প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ, মানবজমিন’র বার্তা সম্পাদক কাজল ঘোষ প্রমুখ।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

আবদুল জলিল ভূইয়া বলেন, আওলাদ হোসেন চাইলে জীবনে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু তিনি নির্লোভ মানুষ ছিলেন। তার সন্তানদের পড়ালেখা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আমাদেরকেই দেখতে হবে।

আলতাফ মাহমুদ বলেন, আওলাদ হোসেন মানুষ হিস‍াবে চমৎকার ছিলেন। তার পরিবারের সদস্যদের জন্য যা যা করা দরকার, সেসব করা আমাদের দায়িত্ব।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, এ নিয়ে ৪৫ জন সদস্য আমরা হারিয়েছি। তাদের পরিবার যেনো কখনও না ভাবে, সংগঠনটি তাদের ভুলে গেছে, সেই লক্ষ্যে সীমিত আয়েও শিক্ষাভাতা চালু রয়েছে। পরিবার প্রতি ২৪ হাজার টাকা পাবে প্রতি বছর। আওলাদ হোসেনের পরিবারও প্রতি বছর এ সংগঠন থেকে ২৪ হাজার টাকা পাবে।

রুবিনা হামিদ বলেন, স্বজনবিয়োগের কষ্ট তো আমরা দূর করতে পারবো না, কিন্তু সহযোগিতা দিতে পারবো।

আওলাদ হোসেনের কন্যা মীম সবার দোয়া ও সহযোগিতা চান, যেন বাবার বিয়োগের পরও সবাই তাদের পাশে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।