ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে বাসচাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
রূপগঞ্জে বাসচাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আজাদ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।



শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে তারাব পৌরসভার বরপা এলাকার ঘটে এ দুর্ঘটনা।

নিহত আজাদ মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার কড়ইবাড়ি এলাকার আব্দুর সাত্তার মিয়ার ছেলে। তিনি বরপা এলাকার হাজী আজিবুর মিয়ার বাড়িতে বসবাস করতেন।

রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহিদ জানান, বেলা সাড়ে ১১টার দিবে বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় গ্রিন বাংলা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো জ ১১-৩২৪১) চাপায় ঘটনাস্থলেই আজাদ মিয়া নিহত হন।

এদিকে, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক বাসসহ চালক সোলায়মান মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।  

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।