মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলি বেগমকে (৪২) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম বাংলানিউজকে জানান, ভোরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মিলি বেগমকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন যাবত জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ