ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চালকদের হামলায় এএসআইসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
অটোরিকশা চালকদের হামলায় এএসআইসহ আহত ৩

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে সিএনজিচালিত অটোরিকশার চালকদের হামলায় এক সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, মৌলভীবাজার মডেল থানার এএসআই মহসিন ভূইয়া (৪৫), কনস্টেবল সাদেক মিয়া (২৮) ও নিজাম উদ্দিন (২৩)।

তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার এএসআই নাজমা বেগম বাংলানিউজকে জানান, রাতে এএসআই মহসিনসহ পুলিশের একটি দল শমসশরনগর রোডে টহল দিচ্ছিল। এসময় একটি সিএনজিকে থামার জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত চলে যায়। পরে সিএনজিটিকে পাকড়াও করলে একপর্যায়ে চালক ওয়ারিছ মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।

পরে খবর পেয়ে মডেল থানার ওসি আব্দুছ সালেক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এএসআই আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।