ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণের মামলায় ভ্যানচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
শিশু ধর্ষণের মামলায় ভ্যানচালক গ্রেফতার

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইব্রাহিম হাওলাদার নামে এক ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়বগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী নতুনবাজার বালুর মাঠে তার মামাকে ডাকার জন্য যায়। এ সময় ভ্যানচালক ইব্রাহিম তাকে একটি বন্ধ দোকানের পাশে নিয়ে ধর্ষণ করে।

বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হক ও ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা সকালে মেয়েটিকে নিয়ে থানায় চলে আসেন। এ সময় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ইব্রাহিমকে গ্রেফতার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।