মুন্সীগঞ্জ: বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরের সশষপুর গ্রামের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় তার স্ত্রী জোসনা চাষী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চিত্র পরিচালক সাইমুন তারেক, কাজী আলমগীর গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুপুরে রাজধানীর উত্তর কমলাপুরস্থ বাসভবনে কোরআনখানি ও দরিদ্রদের জন্য ভোজের আয়োজন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএইচ