ময়মনসিংহ: কুমিল্লায় বাসের হেলপারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের বিচার দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের সদর উপজেলার শিকারিকান্দা এলাকায় অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে কিবরিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে রয়েছে। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেএফ/