ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অবরোধ

ময়মনসিংহ: কুমিল্লায় বাসের হেলপারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের বিচার দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষ‍ুব্ধ পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের সদর উপজেলার শিকারিকান্দা এলাকায় অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করে।



কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে কিবরিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে রয়েছে। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।