ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শোভাযাত্রা শুরু

উত্তরে আশুলিয়া-দক্ষিণে ওয়াইজঘাটে বিসর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
উত্তরে আশুলিয়া-দক্ষিণে ওয়াইজঘাটে বিসর্জন ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্গা প্রতীমা বিসর্জনের সব ধরনের প্রস্তুতি শেষ। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকের আয়োজনে মাকে বিসর্জনের জন্য শোভাযাত্রা শুরু করেছেন ভক্তরা।


 
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে প্রতিমা তোলার প্রস্তুতি শুরু করেন। দুপুর আড়াইটার পর ভক্তরা রাস্তায় শোভাযাত্রা শুরু করেন।
 
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রতিমা বিসর্জন দেওয়া হবে ওয়াইজঘাটে। আর উত্তরের প্রতিমা বিসর্জন দেওয়া হবে আশুলিয়া এলাকার বিডব্লিউটিএ ঘাটে।
 
দুপুরে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের পক্ষ থেকে বিনয় কুমার জানান, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিমাগুলো আশুলিয়া এলাকায় বিসর্জন দেওয়া হবে। আর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিমাগুলো ওয়াইজঘাটে বিসর্জন দেওয়া হবে।
 
দুপুরে বনানী পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, শেষ মুহুর্তে মাকে ভক্তদের বিদায় দেওয়ার দৃশ্য। অনেকেই শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
 
রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে নির্দিষ্ট জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে সিঁদুর উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
 
রাজধানীতে ২২৫টি এবং সারাদেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে এবার দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
 
১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।