রাজবাড়ী: নিখোঁজের দেড় মাস পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হারুন-অর-রশীদ (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বুড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ব্যক্তির স্ত্রী শিল্পী বেগম (২৬) ও শুকুর আলী নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহত হারুন উপজেলার ইসলাম ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বালিয়কান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে হারুন নিখোঁজ হন। এ ব্যাপারে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার বুড়ির বিল হারুনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত হারুনের স্ত্রী শিল্পী বেগম ও মুরগির ফার্মের কর্মচারী শুকুর আলীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমজেড