চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ রুবেল (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় সদরের চামগ্রাম থেকে তাকে আটক করে র্যাব-৫ এর একটি দল।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার এএসপি অলক বাংলানিউজকে জানান, অস্ত্র ব্যবসায়ী রুবেলের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর।