ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভুয়া দলিলসহ আটক প্রতারককে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
গাজীপুরে ভুয়া দলিলসহ আটক প্রতারককে কারাদণ্ড

গাজীপুর: সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভুয়া দলিল দিয়ে অন্যের জমি নামজারি করার সময় মো. মোহসীন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।



মোহসীন গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার মো. আফাজ উদ্দীনের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রানী বাংলানিউজকে জানান, গত ২৭ জুলাই স্থানীয় রাজিয়া বেগম গংদের নামে হায়দ্রাবাদ মৌজার সোয়া ৫ শতাংশ জমির ভুয়া দলিল ও কাগজ নিয়ে তার কার্যালয়ে খারিজের জন্য আবেদন করা হয়। ওই আবেদনের তদবির করতে আসেন মোহসীন। তার কাছে মূল দলিল চাইলে তিনি সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভুয়া দলিল ও কাগজপত্র নিয়ে আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নূর হোসেন তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।