বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম (১৬) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের বাদশার ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
তবে আটক কিশোর রহিম জানিয়েছে, বেনাপোল রেলস্টেশন এলাকার বরিশালপট্টির ইদ্রিস নামে এক ব্যক্তি তাকে তিনশ টাকা দিয়ে ফেনসিডিলের বস্তা মাথায় উঠিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর