ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় আইসক্রিম কারখানা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আশুলিয়ায় আইসক্রিম কারখানা সিলগালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন ভাবে গড়ে ওঠা একটি আইসক্রিম কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডে অবস্থিত কেয়া আইসক্রিম কারখানা সিলগালা করা হয়।

র‌্যাবের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এ সময় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম বানানোর অপরাধে কারখানার মালিক তারা মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৪ সূত্র বাংলানিউজকে জানায়, বিএসটিআই’র অনুমোদন ছাড়া গড়ে তোলা কেয়া আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ আইসক্রিম উদ্ধার করা হয়। নোংরা পরিবেশে এটি বানানোর অভিযোগে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব হেডকোয়ার্টারসের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।