ঢাকা: মন্ত্রিসভার বৈঠকে পাট খাতের দুনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ক্ষুব্ধ হয়ে পাট খাত বন্ধ করে দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
বৈঠক সূত্র জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পাট সেক্টর নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পাট সেক্টর বন্ধ করে দেওয়া উচিত। পাট সেক্টরে চুরি ও সিসটেম লস হচ্ছে। এই সেক্টর রেখে কী লাভ?
এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, এই সেক্টরের লোকসান কমানো ও চুরি বন্ধ করার চেষ্টা করছি। আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি। দুনীতি কমে যাবে।
সূত্র আরও জানায়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট সেক্টরের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, এই সেক্টরের সঙ্গে অনেক লোক জড়িত। পাটের বহুল ব্যবহার বেড়েছে। পাট এর সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত। ঐতিহাসিক ৬ দফায় পাটের উন্নয়নের দাবি ছিলো। এই সেক্টরের উন্নয়নে আমাদের আরও যত্নবান হতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসকে/এমজেএফ