ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মাগুরায় ৩ প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় করাত কল ও দু’টি চাল কলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জারিমানা আদায় করেছে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।

সোমবার  (২৬ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা বাংলানিউজকে জানান, লাইসেন্স বিহীন ভাবে শহরের নান্দুয়ালী এলাকায় করাত কল পরিচালনার অভিযোগে মালিক সিদ্দিকুর রহমানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড ও দ্রুত লাইসেন্স করারও আদেশ দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র।

অপরদিকে শহরতলির শিরবারমপুর এলাকায় দুটি চাল কলের মালিক মনোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাককে সরকার নির্দেশিত পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ২ হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা আদায় করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।