রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরের বসুন্ধরা সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় চার যুবক ও চার তরুণী এবং হল মালিকসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় হলে সিনেমার শো চলাকালে ওই চার জুটিকে আটক করা হয়।
আটকরা হলেন, বসুন্ধরা সিনেমা হল ভাড়া নেওয়া সাইদ হাসান নান্নু, ম্যানেজার আ. মালেক, কাউন্টার মাস্টার হাসিবুর রহমান ও সুপারভাইজার দুলাল দত্ত।
আপত্তিকর অবস্থায় আটক যুবকেরা হলেন, কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের বিল্লাল মোল্লার ছেলে হাসান মোল্লা (২০), সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের আ. বারেকের ছেলে মো. শাহিন মোল্লা (২৬), চন্দনী ইউনিয়নের সামসুল মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৩) এবং ফরিদপুর জেলার মদনদিয়া গ্রামের নুরুদ্দিন সেখের ছেলে মো. ইমরান (১৮)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর