ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন কমিশন কর্মকর্তা সুধাংশুকে স্বপরিবারে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
নির্বাচন কমিশন কর্মকর্তা সুধাংশুকে স্বপরিবারে হত্যার হুমকি

ঢাকা: শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে মোবাইল ফোনে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে স্বপরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।



সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে সুধাংশু কুমার সাহার মোবাইলে ফোনে করে চাঁদা দাবি করা হয়। তবে চাঁদার পরিমান উল্লেখ করেনি দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তাকে স্বপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে এ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়। তবে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে কোনো অপরাধীর তালিকা পুলিশের কাছে নেই। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫/আপডেট: ২০৫৫ ঘণ্টা
এনএইচএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।