ঢাকা: শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে মোবাইল ফোনে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে স্বপরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে সুধাংশু কুমার সাহার মোবাইলে ফোনে করে চাঁদা দাবি করা হয়। তবে চাঁদার পরিমান উল্লেখ করেনি দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তাকে স্বপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে এ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়। তবে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে কোনো অপরাধীর তালিকা পুলিশের কাছে নেই। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫/আপডেট: ২০৫৫ ঘণ্টা
এনএইচএফ/আরএম