ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টেকসই উন্নয়নে জেন্ডার সমতা প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টেকসই উন্নয়নে জেন্ডার সমতা প্রয়োজন ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
 
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত জেন্ডার নেটওয়ার্ক মিটিং শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে একথা বলেন তিনি।


 
শিরীন শারমিন বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। আর নারীদের উন্নয়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়নও সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
 
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। নারীর ক্ষমতায়নকে নিশ্চিতকরণে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরো সম্পৃক্ত করতে হবে।

নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি করে অংশগ্রহণের লক্ষ্যে তাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন স্পিকার।
 
তিনি বলেন, বাংলাদেশ জেন্ডার সমতা, মাতৃ মৃত্যুহার হ্রাস, শিশু মৃত্যুহার হ্রাসসহ দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলেও নারীদের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে।
 
স্পিকার আরও বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। এই খাতে কর্মরতাদের অধিকাংশই নারী।

অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল ও টেকসই করতে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা, ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবারর প্রতি আহ্বান জানান শিরীন শারমিন।

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায়ও সবাইকে একযোগে কাজ করার আহবান জানান স্পিকার।
 
অনুষ্ঠানে ইউনিসেফ, বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেইগবেডার স্বাগত বক্তব্য রাখেন। ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর গীতা রাও গুপ্তা একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।