ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেতন বৈষম্য নিরসনে শিগগিরই মন্ত্রিসভা কমিটির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বেতন বৈষম্য নিরসনে শিগগিরই মন্ত্রিসভা কমিটির বৈঠক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন বৈষম্য নিরসনে শিগগিরই পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসতে যাচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


 
সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।
 
তিনি বাংলানিউজকে বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-বৈষম্য নিয়ে কথা হয়েছে।
 
এর আগে শিক্ষকরা একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।
 
বেতন ও এবং পদমর্যাদার বৈষম্য নিরসনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত ২২ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পেরু সফর করেন অর্থমন্ত্রী। এরপর নিজ জেলা সিলেট যান।
 
৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর বেতন-বৈষম্য নিরসনের লক্ষ্যে অর্থমন্ত্রীকে প্রধান করে বেতন-বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা পুর্নগঠন করে সরকার, এই কমিটিতে শিক্ষামন্ত্রীও সদস্য রয়েছেন।
 
গত ১৬ সেপ্টেম্বর প‍ুনর্গঠিত এই কমিটিতে শিল্পমন্ত্রী, বাণিজ্যন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকেও সদস্য রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।