ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে প্রকৃচি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মুকসুদপুরে প্রকৃচি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গোপালগঞ্জ: ভোলার চরফ্যাশনে পেশাজীবীদের আন্দোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মানববন্ধন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুকসুদপুর ইউএনও
কার্যালয়ের সামনে প্রকৃচি, ২৬ ব্যাচের ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।



এতে উপজেলা প্রকৌশলী, চিকিৎসক ও কৃষিবিদরা অংশ নেন। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আ. রশিদ, কৃষি অফিসার ড. মোশাররফ হোসেন ও মৎস্য অফিসার বিজন কুমার নন্দী প্রমুখ।

পরে আগামী ২৮ অক্টোবর দুপর ১২টা থেকে ১টা পর্যন্তু কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।