মুন্সীগঞ্জ: বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে সংগঠনের জেলার সভাপতি সাইদুর রহমান সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএইচ