ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে সর্বত্র সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির চেতনা জাগ্রত করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ দফতরে অনির্বাণ লাইব্রেরির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
এ সময় ফজলে রাব্বী মিয়ার হাতে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে প্রতিষ্ঠিত অনির্বাণ লাইব্রেরির রজতজয়ন্তী অনুষ্ঠানের সম্মাননা স্মারক তুলে দেন লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক নিখিল ভদ্র। এর আগে মো. ফজলে রাব্বী মিয়াকে রজতজয়ন্তীর উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, প্রত্যন্ত গ্রামে একটি লাইব্রেরি ২৫ বছর পূর্ণ করেছে, এটা সত্যিই বিস্ময়কর। নতুন প্রজন্ম বই পড়া থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থায় এটা কষ্টসাধ্য। অনির্বাণ লাইব্রেরি সেই কাজটিই করছে। সারাদেশে এভাবে লাইব্রেরি আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ ডিসেম্বর খুলনা জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে অনির্বাণ লাইব্রেরি স্থাপন করা হয়। লাইব্রেরিটি ২৫ বছর পূর্ণ করেছে। গত ৯ অক্টোবর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে লাইব্রেরিটির রজতজয়ন্তী উদযাপন করা হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএম/আরএম