জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন বাস থেকে চাঁদাবাজির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার নিদের্শে চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি করেছে আটক যুবক।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আটক করা হয় জসিমউদ্দিন নামের ওই যুবককে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বিআরটিসি’র দোতলা বাস থেকে দুইশ’ টাকা করে চাঁদা তুলছিলো জসীম উদ্দিন। পরে পুলিশ তাকে আটক করলে সে জানায়, ছাত্রলীগ নেতা আশফিকের নিদের্শেই চাঁদাবাজি করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জুয়েল ও জুলহাস নামের আরো দুইজন জড়িত।
পরে তার মুঠোফোনের কল লিস্টে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকারের মোবাইল নম্বর পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে সার্জেন্ট মামুন তাকে আটক করে আমার কাছে সোপর্দ করেছে। সে এখন থানায় আছে। এ ঘটনায় মামলা করা হবে। তবে আশফিক সরকার বলেন, ‘আমি তাকে চিনি কিন্তু চাঁদাবাজির নির্দেশ দেইনি। ’
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরআই