নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রদীপ চন্দ্র রায় (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর চালক মামুন মিয়া (৩০)।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ উপজেলা সদরের ডাকবাংলো সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজার এলাকার ধীরেন চন্দ্র রায়ের ছেলে। আহত মামুন মিয়া উপজেলার মুসা গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানার, সন্ধ্যার দিকে ডাকবাংলো সড়কের সামনে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে রমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আহত মামুনকে রমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর