পিরোজপুর: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা রেজাউল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেজাউল করিম ওষুধ কোম্পানি এলকো ফার্মার রিপ্রেজেন্টেটিভ হিসেবে পিরোজপুর জেলায় কর্মরত ছিলেন। একই সঙ্গে পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জিয়ানগর উপজেলার বৌডুবি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে ডায়াবেটিক সমিতিতে ঢোকার পথে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রেজাউল ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পিরোজপুরে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়ার সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুদ এ মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
ঘটনার পর স্থানীয় জনগণ হেলপারসহ বাসটি আটক করে। বাসের হেলপার আব্দুল গনি (৩২) জানায়, বাসটি সে বেকুটিয়া ফেরিঘাট থেকে চালিয়ে আসছিল। বাসের চালক ফেরিঘাটে নিজের বাড়ির কাছে নেমে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর বাস এবং বাসের এক স্টাফকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ