ময়মনসিংহ: ওষুধের টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ময়মনসিংহ শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের চরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাহাদ বাংলানিউজকে বলেন, ডায়াগনস্টিক সেন্টারের নিচ তলায় ওষুধের ফার্মেসিতে ওষুধ কিনতে যান কলেজের দুই শিক্ষার্থী। তারা ওষুধ কেনা বাবদ ১ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ফার্মেসির লোকজন বলেন তারা কোন টাকা দেয়নি।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীকে আটকে লাঠিপেটা করে ফার্মেসির লোকজন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দু’একটি গ্লাস ভাংচুর করে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফার্মেসির গ্লাস ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দু’তলা ও তিন তলা ভাংচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বিএস