ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পাবনায় তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনা শহরের টেকনিক্যাল মোড় থেকে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়।



পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলো, আতাইকুলা থানার আতাইকুলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে বেলাল (৩০), সদর থানার আরিফপুর মহল্লার আব্দুল্লাহ মিয়ার ছেলে আলামিন (৩০) ও দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার মাজেদ প্রামানিক (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান সাক্ষ্য প্রমাণ শেষে ৩ জনের প্রত্যেককে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

পাবনা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টেকনিক্যাল মোড়ে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সামনে হাজির করা হলে বিচারক তাদের এই সাজা দেন। রাতেই তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সদর উপজেলার দোগাছি থেকে জামাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় আলাদা একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।