ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জামালগঞ্জে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জামালগঞ্জে ১৪৪ ধারা ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সদর ও সাচনা বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।



সোমবার রাত সাড়ে ৮টায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামালের বরাত দিয়ে উপজেলা সদরে মাইকিং করে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা বিএনপির নূরুল হক গ্রুপ ও আজিজ গ্রুপ একই সময়ে উপজেলা সদরের তেলিয়ায় উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন জামালগঞ্জ সদর ও সদরের পার্শ্ববর্তী সাচনা বাজারে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ১৪৪ ধারা জারির সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।