যশোর: পদ্মাসেতু প্রকল্পে চাকরি দেওয়ার নামে যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এসএম হাবিবুল্লাহ হাবিব নামে প্রতারকচক্রের মূলহোতাকে আটক করেছে র্যাব।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল শহরের মনিহার এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি কম্পিউটার, নিয়োগপত্রের ভুয়া ফরম এবং বেশ কিছু কাগজপত্রের জাল কপি উদ্ধার করা হয়।
আটক হাবিবুল্লাহ হাবিব মোল্লাপাড়া এলাকার মৃত মোস্তাক আহম্মদের ছেলে। তিনি নিজেকে প্রেসক্লাব যশোরের সহ সভাপতি বলে দাবি করেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার কাওছার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, আটক হাবিবের নেতৃত্বে একটি প্রতারকচক্র পদ্মাসেতু প্রকল্প ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
কাওছার হোসেন জানান, র্যাব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। প্রতারকচক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে।
এদিকে, হাবিব আটকের সংবাদে র্যাব ক্যাম্পের সামনে জড়ো হন প্রতারণার শিকার অর্ধশত মানুষ। এ সময় তারা প্রতারক হাবিবের বিচার দাবি করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বাংলানিউজকে বলেন, সংগঠনের সহ সভাপতি হাবিবকে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে তিনি দোষী হয়ে থাকলে তার বিচার হোক। তবে নির্দোষ হলে দ্রুত হাবিরের মুক্তি দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআর