ঢাকা: মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি শোক বাণী জানান।
স্পিকার বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএম/এএটি/এটি