ঢাকা: মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতে পৃথকভাবে তারা এ শোকবাণী জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলানিউজকে এসব তথ্য জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, ছয় দেশের বিস্তৃত এলাকাজুড়ে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত এবং হাজারোধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমইউএম/এটি