ঢাকা: মধ্য-দক্ষিণ এশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী ভূ-কম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান এবং আফগানিস্তানে কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন বিকেলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান। এ ছয় দেশের বিস্তৃত এলাকাজুড়ে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এতে পাকিস্তান ও আফগানিস্তানে ২৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাজারোধিক লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
জেপি/এটি