জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পীরের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটক ব্যক্তিরা হলেন শাহাজাহান (৩০), সাইফুল (২৫), সাখাওয়াত (৩৫), সামাদ (৩০), আব্দুল (৩৭), দুলাল (৪৫), মাসুদ (৩৫) ও ফারুক (৪০)। তাদের বাড়ি বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে আট ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা এবং গাঁজা খাওয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এএটি/এটি