বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাঁদার টাকা না পেয়ে কৃষকের জমির পাকা ধান কাটার সময় তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চাঁদাবাজরা হলেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের নুর হোসেনের ছেলে নাজিম হোসেন (৩৫), একই এলাকার হাটমুর্শুন গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুস সালাম (৪০) ও আবুল কালাম (৪৩)।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমবিএইচ/এএটি/এটি