গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নজরুল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম এলাকায় বিদ্যালয়ের আবাসিক ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রাশেদুল ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে স্কুলের আবাসিক ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে রাশেদুল আত্মহত্যা করেছেন, এমন সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় তার বড় ভাই ছামিউল ইসলাম খন্দকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, জানান ইসরাইল।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এএটি/এটি