ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোজাগরী লক্ষ্মীপূজা মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কোজাগরী লক্ষ্মীপূজা মঙ্গলবার

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা মঙ্গলবার। গ্রাম বাংলার প্রত্যেক ঘরে চলছে পূজার আনন্দ।

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

সনাতন ধর্ম‍াবলম্বীদের বিশ্বাস শ্রী শ্রী লক্ষ্মী হলেন ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী। তিনি ঈশ্বরের পালন রূপ শক্তি নারায়ণি।   যাকে ভক্তরা ধন-সম্পদের অধিষ্ঠাত্রী অন্নদাত্রী দেবীরূপে পূজা করেন।   তবে এই ধন শুধু পার্থিব ধন নয়, চরিত্র, ধন ও সর্বাত্মক বিকাশেরও প্রতীক।

হিন্দু শাস্ত্রমতে সাধারণত প্রতি বৃহস্পতিবার সবার ঘরে লক্ষ্মীপূজা করা হয়। পারিবারিক লক্ষ্মীপূজায় লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। তবে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এজন্য এ পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামে পরিচিত। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। লক্ষ্মী পদ্মফুলের উপর উপবেশন করে থাকেন।

পূজা শেষ না হওয়া পর্যন্ত গৃহবধূরা উপবাস ব্রত করেন। পূজাস্থলে বিভিন্ন আলপনাসহ গৃহের বিভিন্ন স্থানে দেবীর প্রতীকী পায়ের ছাপ আঁকা হয়। পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।