ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়  নারী-শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

 
 
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস পরিচালিত রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম বদিউজ্জামান (৫৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শ্যামপুর গ্রামের খিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রংপুরগামী রূপালী পরিবহনের যাত্রীবাহী বাসটি (মৌলভীবাজার ব-১১-০০২৭) উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ‍বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।
 
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- সুমন (২৭), আব্দুল কুদ্দুস (৩০),  পাপুল (৩০), মর্জিনা (২৫), আব্দুর রাজ্জাক (৩০), শাহ আলম (২৫), আমজাদ (৪০), মহারানী (৩০), করিম (২৫), শাহারুল (৪০), মাসুদ (৩৫), জান্নাতী (১০), বাদশা (৩৫), সাথী (১২), শান্তি (৮), জসিম উদ্দিন (১৭), শেফালী (৪০), শাকিব (২০)।  
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুদায় রুহানী জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫/আপডেট ১৩৫৭ ঘণ্টা
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।