মেহেরপুর: মেহেরপুরে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর পর্যন্ত সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে জিআর মামলায় দুই জন, সিআর মামলায় এক একজন, নিয়মিত মামলায় চার জন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশপ্রাপ্ত পাঁচ জন ও অন্যান্য মামলায় পাঁচ জন রয়েছেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ১৭ আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড