ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে ডরমেটরির ছাদ থেকে ককটেল উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
রাবিতে ডরমেটরির ছাদ থেকে ককটেল উদ্ধার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরির ছাদ থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ডরমেটরির দু’টি ব্লকের সংযোগ করিডোরের ছাদ থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়।



ডরমেটরিতে তিনজন নেপালী শিক্ষার্থী ও একজন ভারতীয় গবেষক থাকেন। ভারতীয় গবেষক বর্তমানে নিজ দেশে আছেন।

সকাল ১১টার দিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুর কবীর বাংলানিউজকে বলেন, ডরমেটরির নিরাপত্তা প্রহরীরা সকালে ককটেলটি পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে আমরা গিয়ে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখন ককটেলটি নিস্ক্রিয় করা হচ্ছে।

ওসি আরো বলেন, কারা কেন ককটেলটি এখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ডরমেটরির ওয়ার্ডেন প্রফেসর ফজলুল করিম বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘটনার পর ডরমেটরির নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।