ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ ভোটার ঠেকাতে ডিএনসিসি-ইসি বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
অবৈধ ভোটার ঠেকাতে ডিএনসিসি-ইসি বৈঠক চলছে

ঢাকা: ভুয়া জন্ম সনদের মাধ্যমে অবৈধ ভোটার ঠেকাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে মৃত ভোটারের তথ্য সংগ্রহে সহায়তার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহায়তার বিষয়ে আলোচনা করা হচ্ছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, কাউন্সিলর ও নিবার্চন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, জন্ম সনদে যাতে প্রকৃত বয়স উল্লেখ করা হয় তার নিশ্চয়তা বিধান, অপ্রাপ্ত বয়স্করা যাতে ১৮ বছর দেখিয়ে জন্ম সনদ সংগ্রহ করতে না পারে, মৃত ব্যক্তির তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও নির্বাচন কর্মকর্তাদের তথ্য প্রদান, কবরস্থান বা শ্মশানে রক্ষিত মৃত্যু রেজিস্ট্রারে তথ্য সংগ্রহ এবং নির্বাচন কর্মকর্তাকে প্রদান করা, মেয়র ও কাউন্সিলরদের কমিশনকে মৃত ভোটারের তথ্য সংগ্রহে সহায়তা করার বিষয় কার্যপত্রে রয়েছে।

এছাড়া স্মার্টকার্ড বিতরণের বিষয়েও নির্বাচন কমিশনকে সহায়তা করার বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ইইউডি/আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।