নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অস্ত্র ও গুলিসহ পারভেজ (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সোনাইমুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পারভেজ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের হারুনের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ত্রাসী পারভেজ দীর্ঘদিন ধরে জেলার চাটখিল উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদাবাজি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চাটখিল থানায় ৯টি ও লক্ষ্মীপুর সদর থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড