ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার পরিকল্পনায় লিপ্ত জামায়াত-শিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
নাশকতার পরিকল্পনায় লিপ্ত জামায়াত-শিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাশকতার পরিকল্পনায় এখনো জামায়াত-শিবির লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার শেখ মারুফ হাসান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে পুলিশের চেকপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।



সম্প্রতি ওই স্থানে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই)  ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে কমিটির অন্য সদস্যদের নিয়ে তিনি তদন্তের স্বার্থে পরিদর্শনে যান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতের নাম মাসুদ। তার সঙ্গে থাকা এনামুল হক কামাল দুই জনই শিবিরের সক্রিয় নেতা। এনামুল বগুড়া জেলা শিবিরের সভাপতি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।